প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা  © টিডিসি ফটো

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির (কেন্দ্রীয় কমিটি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) উত্তরা ইউনাইটেড কলেজের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. বদরুল আলম।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির মহাসচিব জনাব দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব খোরশেদ আলম, আব্দুল হালিম, সাকওয়াত হোসেন, দীন ইসলাম, মো. জাকিরুল ইসলাম খোকন, রওশন আরা, নুরুল ইসলাম ফরিদা পার ভীন, নাসিমা বিশ্বাস, আব্দুস সালাম তালুকদার, মাহাবুব আলম চৌধুরী সামাউল ইসলাম, মুক্তাদীর হোসেনসহ বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আলোচনা সভায় বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তগুলো হলো-

১) প্রধান শিক্ষকদের ০৯/০৩/১৪ ইং হতে ১৪/১২/১৫ ইং পর্যন্ত টাইমস্কেলের শুনানি অক্টোবর মাসেই যেন শেষ করা যায় সে বিষয়ে সবাই একমত প্রকাশ করেন। এ বিষয়ে সবাই সহযোগিতা করার কথা বলেছেন।
২) ১০ গ্রেড বিষয়ে সরকারের সাথে আলাপ চালিয়ে যাবার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩) চলতি দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের পদ স্থায়ীকরণ বিষয়ে আবেদনের পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করা।
৪) প্রধান শিক্ষকদের শতভাগ যাতে পদোন্নতি হয় সে বিষয়ে আলোচনা হয়েছে।
৫) এছাড়াও প্রধান শিক্ষকদের সমস্যা চিহ্নিত করে সে বিষয়ে কাজ করার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
৬) বর্তমান প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের চলমান আন্দোলনকে সফল করার জন্য অন্যান্য সংগঠনের সাথে মিলেমিশে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


সর্বশেষ সংবাদ