পারিবারিক বিরোধের জেরে প্রধান শিক্ষককে কুপিয়ে জখম

  © সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় স্কুলের প্রধান শিক্ষক মফিদুল ইসলামকে পারিবারিক বিরোধের জের ধরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। শনিবার উপজেলার দড়িখরসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে তার ওপর এ হামলা চালানো হয়। তাকে রক্তাক্ত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধে প্রধান শিক্ষক মফিদুল ইসলামের ওপর এ হামলার ঘটনা ঘটতে পারে।

আহত শিক্ষকের ছোট ভাই মুশফিকুর রহমান জানান, গান্ধিনা গ্রামের মসজিদ ও মাদ্রাসার জমি সংক্রান্ত বিরোধে শনিবার সকালে মফিদুল ইসলাম স্কুলে যাওয়ার পথে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। তার শরীরের বিভিন্ন স্থানে সেলাই দেয়া হয়েছে।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই শিক্ষকের পক্ষ থেকে কেউ থানায় আসলে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।