ক্লাস চলার সময় চলন্ত পাখা ভেঙে পড়ে স্কুল ছাত্রী আহত

  © সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখা ভেঙে পড়ে দুই স্কুলছাত্রী আহত হয়েছে। বুধবার সকালে ক্লাস চলার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত দুই স্কুলছাত্রী হলো তাসনিয়া আফরোজা (১০) ও সুবর্ণা আক্তার (১০)। তারা উপজেলার ৪৫ নম্বর দক্ষিণ হোগলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ কোচিং ক্লাস চলছিল। সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ করে শ্রেণিকক্ষের একটি বৈদ্যুতিক পাখা ভেঙে পড়ে। এতে তাসনিয়া ও সুবর্ণা আহত হয়। পরে শিক্ষকেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত স্কুলছাত্রী তাসনিয়া জানায়, তৃতীয় শ্রেণির জসিম উদ্দিন কক্ষে বসে ২৫ জন শিক্ষার্থী কোচিং ক্লাস করছিলাম। হঠাৎ একটি চলন্ত পাখা আমার মাথার উপর ভেঙে পড়ে। এ সময় আমার পাশে থাকা সুবর্ণাও আহত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু মজুমদার বলেন, আমি তখন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিতের ক্লাস নিচ্ছিলাম। এ সময় রড ভেঙে বৈদ্যুতিক পাখা দুই ছাত্রীর ওপর পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার ঢালী প্রথম আলোকে বলেন, আহত দুই স্কুলছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার মো. আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, আমরা আহত দুই ছাত্রীর চিকিৎসার খোঁজখবর রাখছি। দুর্ঘটনার খবর পেয়ে ওই ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা বশির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সর্বশেষ সংবাদ