ছাত্রকে ক্লাসে রেখে তালা দিয়ে বাড়ি গেলেন শিক্ষক

  © প্রতীকী ছবি

ছাত্রকে ক্লাসরুমের ভেতর রেখে বাইরে থেকে তালা লাগিয়ে বাড়ি চলে গেলেন শিক্ষক। দীর্ঘক্ষণ পর তালা ভেঙে ওই ছাত্রকে উদ্ধার করেন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বাহারাইল নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে।

হেমতাবাদের ওই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা মোট ১২০ জন। আর শিক্ষক পাঁচজন। ওই দিন বিদ্যালয়ে প্রধান শিক্ষক উপস্থিত না থাকায় অন্য শিক্ষকরা মিলে বেলা আড়াইটা সময় স্কুল ছুটি দিয়ে দেন।

সেই সময় শ্রেণিকক্ষে ব্যাগ নিতে প্রবেশ করে চতুর্থ শ্রেণির ছাত্র মাসুদ মোহাম্মদ। কিন্তু স্কুলের গণিতের শিক্ষক ওই ছাত্রকে ক্লাসরুমের ভেতর রেখেই বাইরে থেকে তালা লাগিয়ে বাড়ি চলে যান।

বাইরে বেরোনোর জন্য চিৎকার করলেও আর ফিরে আসেননি ওই শিক্ষক। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রের চিৎকার শুনতে পান গ্রামবাসী। পরে দরজা ভেঙে উদ্ধার করা হয় মাসুদকে।

ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। অমানবিক এই ঘটনায় প্রশ্নের মুখে শিক্ষকদের ভূমিকা।


সর্বশেষ সংবাদ