প্রাথমিকে দপ্তরী-কাম-প্রহরী নিয়োগ কার্যক্রম স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী-কাম-প্রহরী পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদ্যমান নীতিমালা আলোকে জনবল নিয়োগের কার্যক্রম পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব মো. আকরাম আল-হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, ইতোমধ্যে যদি কোনো উপজেলায় সহকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য দপ্তরী-কাম-প্রহরী পদে নিয়োগ কার্যক্রম চালু থাকে,  তা বাতিল হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৩ এপ্রিল এক গণবিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দপ্তরি-কাম-প্রহরী পদটি সম্পূর্ণ অস্থায়ী এবং এটি রাজস্ব খাতের কোনো পদ নয়।  এই পদে যারা নিয়োগ পাচ্ছেন তাদের চাকরি স্থায়ী হওয়ার কোনো নিশ্চয়তা নেই। তবুও এই পদে নিয়োগের জন্য কোনো কোনো ব্যক্তির সাথে আর্থিক লেনদেন করা হচ্ছে। চাকরির জন্য কোনো ব্যক্তি, কর্মকর্তা বা কোনো প্রতিষ্ঠানকে টাকা দিলে প্রার্থী  চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। 

সে সময় সতর্ক বার্তায় আরও বলা হয়, এই পদটি সরকারের রাজস্ব খাতের কোনো পদ নয়। এটি সম্পূর্ণ অস্থায়ী পদ। এই মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, এই পদে নিয়োগের জন্য কোনো কোনো ব্যক্তির সাথে আর্থিক লেনদেন করা হচ্ছে। সম্পূর্ণ অস্থায়ী পদ হিসেবে সৃজিত দপ্তরি-কাম-প্রহরী পদে নিয়োগ লাভের জন্য কোনোরূপ আর্থিক লেনদেন না করতে সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেয়া হয়েছে।

নিচে আজকের পরিপত্র ও আগের গণবিজ্ঞপ্তি দেখুন

 

আগের গণবিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ