ডাস্টার দিয়ে পিটিয়ে স্কুলছাত্রের আঙুল ভেঙ্গে দিলেন শিক্ষক!

  © টিডিসি ফটো

পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার উত্তর সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টার দিয়ে পিটিয়ে ৩য় শ্রেণির এক ছাত্রের ডান হাতের তিনটি আঙ্গুল ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শুভ হাওলাদারের (৯) । অভিযুক্ত শিক্ষকের নাম ইলিয়াস হোসেন।

এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মঙ্গলবার (২৩ জুলাই) মীর্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জিনাত জাহানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, গত ১৪ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত সহকারী শিক্ষক ওই ছাত্রকে ডাস্টার দিয়ে পিটিয়ে ডান হাতের আঙ্গুলে গুরুতর জখম করে। ওই দিনই শুভকে মীর্জাগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুভর আঙ্গুলের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে পরদিন সোমবার পটুয়াখালী হাসপাতালে ভর্তি করেন।

মীর্জাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) জিনাত জাহান বলেন, শিক্ষার্থীকে পিটিয়ে আঙুল ভেঙ্গে দেয়ার অভিযোগ পেয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানে বেত্রাঘাত কিংবা মারধর সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযুক্ত ওই সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ