স্কুল-কলেজে বন্যার্তদের আশ্রয় দেয়ার নির্দেশ

  © সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত ও দুর্যোগপূর্ণ এলাকায় জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকারি-বেসরকারি স্কুল-কলেজসমূহ সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার এ নির্দেশনায় বলা হয়, দুর্যোগপূর্ণ এলাকাসমূহে সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ খোলা রেখে বন্যার্তদের দেখভাল করতে হবে। প্রতিষ্ঠানের প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানে সার্বক্ষণিক অবস্থানপূর্বক সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করে পরিস্থিতি সামাল দেবেন। উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাসহ সার্বক্ষণিক একটি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

আদেশকৃত বিষয়ে ব্যবস্থা গ্রহণপূর্বক অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ফোন নম্বর- ০১৭১৫০৮৮৪২০, ০১৭১২২০১৬১৪।


সর্বশেষ সংবাদ