শিক্ষককে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

  © সংগৃহীত

বিদ্যালয়ের শিক্ষককে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিদ্যলয়ের শিক্ষার্থীরা। রোববার বিদ্যালয়ের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বহিষ্কৃক শিক্ষকের নাম জগদীশ চন্দ্র হালদার। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ এনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষক জগদীশ চন্দ্র হালদারকে সাময়িক বহিষ্কার করে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের স্যার জগদীশ চন্দ্র হালদারকে মিথ্যা অপবাদ দিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বহিষ্কার করেছে। যে পর্যন্ত আমাদের স্যারকে ক্লাস করার অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষক জগদীশ চন্দ্র হালদার বলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো ধরনের কটূক্তি করিনি। প্রধানমন্ত্রীকে কটূক্তির মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে।


সর্বশেষ সংবাদ