খিচুড়ি নিয়ে নিউজ নয়, প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

  © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, গতকাল খিচুড়ি যে খবর প্রকাশ করা হয়েছে সেটি আসলে সংবাদ নয় অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কেথা বলেন তিনি।

মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের যে সকল কর্মকর্তারা যারা মিড-ডে মিল বাস্তবায়ন করবেন তাদের প্রশিক্ষণের জন্য কিছু বরাদ্দ রাখার প্রস্তাব করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। খিচুড়ি রান্না শেখার জন্য বিদেশে প্রশিক্ষণ নিতে ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রস্তাব করা হয়নি। যারা প্রোপাগান্ডা চালাবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি নির্দেশ দিয়েছি। এটি নিউজ হয়নি, প্রোপাগান্ডা হয়েছে। সাংবাদিকরা আমাদের প্রিয় মানুষ। তাদের কারও কাছ থেকেই আমরা প্রোপাগান্ডা আশা করি না।’

তিনি আরও বলেন, মিড-ডে মিল একটি বিশাল কর্মযজ্ঞ, যারা প্রকল্পটি বাস্তবায়ন করবে তাদের প্রশিক্ষণ প্রয়োজন হয়। সে কারণেই কিছু টাকার প্রস্তাব করা হয়েছে। কর্মকর্তাদের প্রশিক্ষণ ও জ্ঞান আহরণের জন্য এই প্রস্তাব করা হয়েছে।

প্রসঙ্গত, ‘খিচুড়ি রান্না করা শিখতে ১ হাজার সরকারি কর্মকর্তাকে বিদেশে পাঠাতে ৫ কোটি টাকা চাওয়া হয়েছে’ গণমাধ্যমে এমন খবর প্রচারের পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বিদেশ যাওয়ার প্রস্তাবের বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, খিচুড়ি রান্না শিখতে নয়, ব্যবস্থা দেখতে, পুরো মিল বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতা নিতে বিদেশে যাওয়ার জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ