করোনা সংকট

কিন্ডারগার্টেন বন্ধের শঙ্কা, টিসি ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশ

  © প্রতীকী ছবি

নভেল করোনাভাইরাসের কারণে দেশের বেশকিছু কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যেতে পারে শঙ্কা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়হীন হয়ে ঝরে না পড়ে সেজন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলছে মন্ত্রণালয়। একইসঙ্গে এই মহামারিতে বিদ্যালয়হীন হয়ে পড়া শিক্ষার্থীরা ছাড়পত্র (টিসি) ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। আজ রবিবার মন্ত্রণালয়ের এক পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রছে। এ পরিস্থিতিতে নানান কারণে শিক্ষার্থীরা বর্তমানে শহর ছেড়ে গ্রামে অবস্থান করছে। বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশকিছু কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যেতে পারে। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়হীন হয়ে পড়তে পারে।

‘এ পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়হীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদেরকে বছরের যেকোন সময় তাদের বাসস্থান সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিচের তথ্যাদি বিবেচনা করে ভর্তির কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হল।’

‘....যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ে অধ্যায়নরত ছিল তার আইডি কার্ড/বেতন বই/স্লিপ/ক্লাস ডায়েরি/বই-পুস্তক/খাতাপত্র ইত্যাদি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা যাচাই করবেন। এক্ষেত্রে কোন ছাড়পত্র (টিসি) প্রয়োজন হবে না।’


সর্বশেষ সংবাদ