প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়িয়ে আদেশ জারি

  © ফাইল ফটো

দেশে চলমান কভিড-১৯ পরিস্থিতির কারণে সব ধরণের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক আদেশে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধের পাশাপাশি শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে,  করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে ইতোপূর্বে জারিকৃত নির্দেশনা মোতাবেক আগামী ৩১ তারিখ পর্যন্ত সব ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে।  এ  সময় করোনাভাইরাস থেকে নিজেদের ও অন্যদের সুরক্ষার জন্য শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৮ মার্চ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। কয়েক দফায় বাড়িয়ে তা আগামী ৬ আগস্ট পর্যন্ত করা হয়েছিল। এখন আবারও ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হলো। 


সর্বশেষ সংবাদ