করোনায় প্রাণ গেল প্রাথমিকের ১০ শিক্ষক-কর্মকর্তার

  © লোগো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পরিবারের ১০ শিক্ষক-কর্মকর্তার মৃত্যু হয়েছে। আর ৪৬৪ জন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। মৃতদের মধ্যে ৯ জন শিক্ষক এবং একজন কর্মকর্তা রয়েছেন।

আজ সোমবার (৬ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। সেখানে দেওয়া তথ্য মোতাবেক, এ পর্যন্ত ৬৭ জন সুস্থ হয়েছেন। 

করোনায় এ পর্যন্ত প্রাথমিকের ৩৫৭ জন শিক্ষক, ৫৬ কর্মকর্তা, ৩২ কর্মচারী ও ১৯ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। সুস্থ হওয়া ৬৭ জনের মধ্যে ৪৯ জন শিক্ষক, ৮ জন কর্মকর্তা, তিনজন কর্মচারী ও সাত শিক্ষার্থী রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, চট্টগ্রামে ১৩৮ জন, খুলনায় ৩৬ জন, বরিশালে ২৮ জন, সিলেটে ৪৮ জন, রংপুরে ২২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জন রয়েছেন।


সর্বশেষ সংবাদ