সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস শুরু রবিবার

  © ফাইল ফটো

আগামী রবিবার (৫ এপ্রিল) সংসদ টিভিতে শুরু হবে প্রাথমিক স্তরের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান। ওইদিন রেকর্ডিং ক্লাস সম্প্রচার করা হবে। তবে পরবর্তী সময়ে বিটিভিতেও এসব ক্লাস সম্প্রচারের চিন্তা সরকারের আছে বলে গণমাধ্যমকে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।

বুধবার তিনি বলেন, আমরা প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিশুদের ডিজিটাল পাঠদানের জন্যও কনটেন্ট প্রস্তুত করছি। টিভিতে এই পাঠদান কার্যক্রম স্থায়ী করার চিন্তা করছেন তারা। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প কাজ করছে।

জানা গেছে, প্রাথমিকের শিশুদের জন্য পাঠদানের লেকচার রাজধানীতে দুটি স্টুডিওতে রেকর্ডিং করা হচ্ছে। আজ বৃহস্পতিবার এই রেকর্ডিং কার্যক্রম শুরু হবে। এর মধ্যে একটি হচ্ছে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজে। আরেকটি ক্যামব্রিয়ান টেলিভিশনের স্টুডিওতে।

এদিকে, রাজধানীতে অনেক সরকারি স্টুডিও খালি পড়ে থাকলেও বেসরকারি স্টুডিওতে এই ক্লাস রেকর্ডিং করার উদ্যোগের সমালোচনা হয়েছে। এ ব্যাপারে সচিব বলেন, আর কোনো স্টুডিও পাওয়া যায়নি বলে আমরা ওই স্টুডিও বাছাই করেছি।


সর্বশেষ সংবাদ