বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রীর লেখা একযোগে পড়বে কোটি শিক্ষার্থী

  © ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে একটি বিশেষ লেখা লিখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের ওপর শিশুতোষ এই লেখা আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে পাঠ করবে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়পড়ূয়া ১ কোটি ৪০ লাখ শিশু।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, “জাতির পিতার জন্মশতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানমালা আগামী ১৭ মার্চ শুরু হতে যাচ্ছে। জন্ম শতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা সম্পর্কে একটা লেখা দেবেন। লেখাটা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে পৌঁছে দেব। লেখাটি আমরা সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ১৭ মার্চ একযোগে পাঠ করাব।”

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করেই শেখ হাসিনা ওই লেখাটি লিখবেন বলেও জানান সচিব আকরাম।

২০২০-২১ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করেছে সরকার। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানমালা যুগপৎভাবে চলতে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।