আল্লামা শফীর মৃত্যুতে নুরের শোক

  © টিডিসি ফটো

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি নরুল হক নুর।

আজ শুক্রবার রাতে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নুর বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের খ্যাতিমান আলেম আল্লামা শাহ আহমেদ শফী হুজুরের মৃত্যুতে শোক প্রকাশ করছি। মরহুমের শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানাচ্ছি।

পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে নুর বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুরা আল-ইমরান, আয়াত: ১৮৫।’ একই সুরার ১০২নং আয়াতে বলা হয়েছে, ‘হে ঈমানদার গণ,তোমরা আল্লাহকে ভয় কর, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।’ মহান আল্লাহ আমাদের প্রত্যেককে মুমিন হিসেবে কবুল করুন। আল্লামা শাহ আহমেদ শফী হুজুরকে মহান আল্লাহ পাক বেহেশত নসিব করুন।

এদিন আল্লামা শাহ আহমদ শফীর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাঁকে অ্যাম্বুল্যান্সে হাটহাজারী মাদরাসা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের তৃতীয় তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ৮ নম্বর বেডে ভর্তি করা হয়।

এর আগে টানা দুইদিন বিক্ষোভের পর বৃহস্পতিবার রাতে হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির সভায় আহমদ শফী মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। তার ছেলে আনাস মাদানিকে স্থায়ীভাবে অব্যাহতিও দেওয়া হয়। এর পরপরই মাদ্রাসা থেকে একটি অ্যাম্বুল্যান্স যোগে আহমদ শফীকে হাসপাতালে নেওয়া হয়।


সর্বশেষ সংবাদ