রিকশাওয়ালাকে গুঁড়ো দুধ কিনে দিলেন গোলাম রাব্বানী

  © টিডিসি ফটো

রিকশাওয়ালার অসুস্থ মেয়ের জন্য গুঁড়ো দুধ কিনে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জিএস গোলাম রাব্বানী। দরিদ্রের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’।

মঙ্গলবার এক ফেসুবক স্ট্যাটাসে গোলাম রাব্বানী বলেন, পান্থপথের একটি ডিপার্টমেন্ট স্টোরে দৈনন্দিন কেনাকাটা করছিলাম। লক্ষ্য করলাম, একজন রিকশাচালক রিকশা দাঁড় করে রেখে স্টোরের একটা সেল্ফের দিকে একমনে তাকিয়ে আছে, কিন্তু ভিতরে ঢুকছে না, কিছু বলছেও না।

গোলাম রাব্বানী বলেন, আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম ভাইজান, কিছু লাগবে নাকি? এটা জিজ্ঞেস করতেই ক্ষীণ কণ্ঠে জানালো, তার দুই বছর বয়সী বাচ্চা মেয়েটা অসুস্থ, কিছু খেতে পারে না। বাচ্চাদের গুঁড়ো দুধ খাওয়ানো প্রয়োজন। কিন্তু ভাড়ায় রিকশা টেনে আজ সারাদিনে মাত্র ২৫০ টাকা জোগাড় হয়েছে, দুধের দাম ৪৫০ টাকা! লোকটির চোখমুখ জুড়ে একজন পিতার অসহায়ত্বের ছাপ স্পষ্ট।

রাব্বানী জানান, আমি মেয়েটির জন্য এক প্যাকেট সেরেলাক দুধ উপহার দিয়েছি, আর বলে দিয়েছি, এটা শেষ হলে যেন আরো এক প্যাকেট এখান থেকে নিয়ে যায়।


সর্বশেষ সংবাদ