পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতা নিহত

তানজীব শেখ
তানজীব শেখ  © সংগৃহীত

পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগের সাবেক এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে পাবনা সদর উপজেলার শিবরামপুর স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাবেক ছাত্রলীগ নেতার নাম তানজীব শেখ (৩০)। সে শহরের রামচন্দ্রপুরের এলাকার বাবু শেখের ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহত সাবেক ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

তবে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ দাবি করেছেন, সাবেক ছাত্রলীগ নেতা শেখ তানজীব আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। সে কোনো বড় অপরাধী নয়; তার বিরুদ্ধে জানামতে কোনো মামলাও নেই। 

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, পুলিশের একটি টহল দল বুধবার ভোরের দিকে পাবনা সদর উপজেলার শিবরামপুর স্লুইচ গেট এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় বন্দুকযুদ্ধে তানজীব নিহত হন।


সর্বশেষ সংবাদ