১৪ দলের নতুন মুখপাত্র আমির হোসেন আমু

  © ফাইল ফটো

১৪ দলীয় জোটের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আজ বুধবার (৮ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

এক অনলাইন ব্রিফিংয়ে ওবায়দুল কাদের জানান, ১৪ দলের নেতাদের সম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দায়িত্ব দেন আমির হোসেন আমুকে। তিনি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে দায়িত্ব পালনে ভূমিকা পালন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন আশাবাদ ব্যক্ত করেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, ১৪ দলের সদ্য সাবেক মুখপাত্র এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদটি শূন্য হয়। জোটটির সমন্বয়কের দায়িত্ব পালন করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অপর সদস্য সাজেদা চৌধুরী অসুস্থতার কারণে খুব একটা সক্রিয় নন।


সর্বশেষ সংবাদ