তথ্যমন্ত্রীর করোনা আক্রান্তের খবর সঠিক নয়

আজ তথ্যমন্ত্রী ঢাকায় তাঁর সরকারি বাসবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের একটি হাসপাতালের করোনা ইউনিট উদ্বোধন করেন
আজ তথ্যমন্ত্রী ঢাকায় তাঁর সরকারি বাসবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের একটি হাসপাতালের করোনা ইউনিট উদ্বোধন করেন  © পিআইডি

তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সুস্থ আছেন। গতকাল শুক্রবারও (৫ জুন) নানা সরকারি ও দলীয় কর্মকান্ড নিয়ে ব্যস্ত ছিলেন এবং আজ শনিবারও (৬ জুন) তিনি দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে এক ফেসবুক পোস্টে মন্ত্রী নিজেই জানিয়েছেন।

আজ শনিবার (৬ জুন) বিকেলে তথ্যমন্ত্রী ফেসবুকের এক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘সম্প্রতি কিছু অসাধু ও গুজব রটনাকারী ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপির অসুস্থতা সংক্রান্ত মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছেন। মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় গতকালও নানা সরকারি ও দলীয় কর্মকান্ড নিয়ে ব্যস্ত ছিলেন এবং আজও তিনি দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যারা এ ধরনের অপপ্রচার ও গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে দুপুরের দিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের করোনায় আক্রান্তের খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে।


সর্বশেষ সংবাদ