নাসিমের অস্ত্রোপচার চলছে, দোয়া চাইলেন ছেলে

  © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শুক্রবার সকালে হঠাৎ করেই ব্রেন স্ট্রোক করেন। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার চলছে। বেলা পৌনে ১১টায় তার অপারেশন শুর হয়। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছে পরিবার।

মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সাংসদ তানভীর শাকিল জয় জানান, আজ বাবাকে কেবিনে নেওয়ার কথা ছিল। হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করায় অবস্থা খারাপ হয়ে গেছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। এখন তার জরুরি অস্ত্রোপচার চলছে। সবার কাছে দোয়া চান তিনি।

প্রসঙ্গত, রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন।


সর্বশেষ সংবাদ