করোনা প্রতিরোধে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকাই প্রধান

ইমাম ও মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন
ইমাম ও মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন  © সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, করোনাভাইরোসের সংক্রমণ রোধে মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের বড় ভূমিকা রয়েছে।

আজ বুধবার দুপুরে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ইমাম ও মুয়াজ্জিনগণকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, নামাজের পরে তারা মুসুল্লিদের উদ্দেশ্যে সচেতনমূলক বক্তব্য দিলে ইমাম-মুয়াজ্জিনদের মাধ্যমে সমাজের সবার মাঝে সেই বার্তা পৌঁছে যাবে। এ ভাইরাস প্রতিরোধে তাদের ভুমিকাই প্রধান।

ফরিদপুর শহরের বদরপুরে আফসানা মঞ্জিলে বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সকলের সচেতনতার কোনো বিকল্প নেই।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ইসলামী ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক শেখ অকরামুল হক প্রমুখ।