করোনা সংকটে দুস্থদের পাশে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল কর্মী আকাশ

  © টিডিসি ফটো

করোনা সংকটে অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল কর্মী মো. এম. এইচ. আকাশ। গত কয়েকদিন যাবৎ ঢাকার জুরাইনের কিছু এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনার চলমান পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এমন ৫০টি দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে যেসব উপকরণ ছিল তার মধ্যে রয়েছে, চাল, ডাল, আটা, আলু, তেল, পেয়াজ, লবণ ও সাবান।

এ ব্যাপারে মো. এম. এইচ. আকাশ বলেন, বৈশ্বিক মহামারীতে আমরা সবাই অসহায় এবং এই দুঃসময়ে কিছু পরিবারকে খাদ্য সহায়তা দিতে পেরে বেশ ভালো লাগছে। এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে পরিবারগুলোর মাঝে যেন খানিকটা হাসি ফুটেছে।

তিনি বলেন, খাদ্যের জন্য অসহায় মানুষগুলো কেন সবার দ্বারে দ্বারে ঘুরবে? বরং সমাজে যাদের একটু সামর্থ্য রয়েছে তাদের উচিৎ সাধ্যানুযায়ী অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া। আর এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে গেলে তাহলে সমাজে আর কোনো অসহায় মানুষ অসহায় থাকবেনা।


সর্বশেষ সংবাদ