খুলনায় অসহায়দের পাশে বিএনপি নেতা আজিজুল বারী হেলাল

  © টিডিসি ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। আর তাতে বিপাকে পড়েছেন সমাজের দুঃস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষ। এই পরিস্থিতিতে খুলনার গরীব, দুঃস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।

মঙ্গলবার (১৯ মে) বিএনপি নেতা হেলালের পক্ষে খুলনার রূপসা-তেরখাদা-দিঘলিয়া (খুলনা-৪) এলাকার ৬০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এরমধ্যে রূপসা থানা যুবদলের উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে, দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের লাখহাটি গ্রামে দিঘলিয়া এম এম মজিদ ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে ২০০ পরিবারকে ও দিঘলিয়া থানা যুবদলের উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রূপসা এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন থানা যুবদল সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু। থানা যুবদল সাধারণ সম্পাদক রুবেল মীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পী, থানা বিএনপি সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, খুলনা জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইলিয়াস মল্লিক, জেলা শ্রমিক দল সভাপতি বাবু উজ্জল কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু , রূপসা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিকাশ মিত্র, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক, বাহিরদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, আজিজুর রহমান, নৈহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার, আইচগাতী ইউনিয়ন বিএনপি নেতা সফিকুর রহমান সফিক মেম্বারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দিঘলিয়া এম এম মজিদ ডিগ্রী কলেজে ত্রাণ কার্যক্রমের সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি হিমেল গাজী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন , দিঘলিয়া থানা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক গোলাম শেখ, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোশারেফ হোসেন, দিঘলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম গাজী, বারাকপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল গাজী, সদস্য সচিব রাহাত হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দীন গাজীসহ প্রমুখ।

দিঘলিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা যুবদলের আহ্বায়ক কুদরত-ই এলাহি স্পিকার। থানা যুবদলের সদস্য সচিব খন্দকার ফারুক এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া থানা বিএনপি সভাপতি সাইফুর রহমান মিন্টুসহ অন্যান্য নেতৃবিন্দ।

উল্লেখ্য বিএনপি নেতা আজিজুল বারী হেলালের নেতৃত্বে  এ পর্যন্ত খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) এলাকার ৫ হাজার ৮৯০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ