খুনি মাজেদের নাতি পদে থাকার বিষয়ে তদন্ত করছে ছাত্রলীগ: জয়

  © টিডিসি ফটো

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদের নাতি ছাত্রলীগের পদে থাকার বিষয়টি আমাদের জানা ছিল না। আমরা জানতে পেরেছি মুজিব উল্যাহ পলাশ বিশ্বাস বঙ্গবন্ধুর খুনি মাজেদের দুঃসম্পর্কের নাতি।

তিনি বলেন, এ বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। বিতর্কিত কেউ এই সংগঠনের দায়িত্বশীল পদে থাকার সুযোগ নেই।

আজ বুধবার রাতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বিষয়টি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর খুনি মাজেদের নাতি মুজিব উল্যাহ পলাশ বিশ্বাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এরপর এ কমিটি স্থগিত করা হলে প্রভাবশালীদের চাপে তা পুনরায় বহাল রাখা হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে থেকে রিকশায় করে সন্দেহজনকভাবে যাচ্ছিলেন এক ব্যক্তি (মাজেদ)। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্বীকার করেন, তার নাম মাজেদ। তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি।


সর্বশেষ সংবাদ