কিশোরগঞ্জ ছাত্র অধিকার পরিষদের ত্রাণ বিতরণ

  © টিডিসি ফটো

দেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। আর তাতে চরম বিপাকে পড়েছেন সমাজের খেটে খাওয়া মানুষ। অসহায় এসব মানুষের পাশে দাঁড়াতে প্রতিটি জেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কাজ করছে। সেই ধারাবাহিকতায় রবিবার (৫ এপ্রিল) সংগঠনের কিশোরগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলার ২৫টি হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে তারা।

এদিন কিশোরগঞ্জ জেলার দিনমজুরদের ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ পৌঁছে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি তেল, আধা কেজি পেঁয়াজ, ৫টি ডিম।

এ বিষয়ে সংগঠনটির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল আকন্দ বলেন, সামাজের বিত্তবানদের সহযোগিতা পেলে সারাদেশের মতোই কিশোরগঞ্জেও আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে ত্রাণ বিতরণের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলায়ও ত্রাণ বিতরণ করা হয়। সমাজের বিত্তশালীদের সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে। এসময় তিনি সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ