ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিল ছাত্র অধিকার পরিষদ নেত্রকোনা শাখা

  © টিডিসি ফটো

দেশে করোনাভাইরাসের কারনে অঘোষিত লকডাউন চলছে। আর এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। সমাজের পিছিয়ে পড়া এসব মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখা।

আজ শনিবার (৪ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে অসহায়, দিনমজুর ও দরিদ্র ৩০ পরিবারের কাছে চাল, তেল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ পৌঁছে দেওয়া হয়েছে। এসব দ্রব্য সামগ্রী অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় তারা৷

ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক ফাহিম রহমান, যুগ্ম-আহবায়ক রাকিব হাসান, শামীম ওসমান তাকি ও মারুফ বিশ্বাস। এসময় তাদের সাথে আরো উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল মিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক সারোয়ার রহমান মুন্না।

এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. সোহরাব হোসেন জানান, আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা সাধারণ মানুষের পাশ দাঁড়িয়েছি। দেশের এই ক্রান্তিকালে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিত্তবানদের গরীব, অসহায় দিনমজুরদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। সমাজের বিত্তবানরা আমাদের সহযোগিতায় এগিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


সর্বশেষ সংবাদ