দলীয় কার্যালয়কে কোয়ারেন্টাইন হাউজ ঘোষণা কুমিল্লা আ. লীগের

উদ্বোধনের অপেক্ষায় থাকা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নব নির্মিত কার্যালয়কে কোয়ারেন্টাইন হাউজ হিসেবে চিকিৎসা সেবার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা-৬ আসনের সাংসদ ও মহানগর সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার। শনিবার কুমিল্লা সার্কিট হাউজে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, বিএমএ, স্বাচিপ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়ন হলে পরবর্তীতে নব নির্মিত ভবনটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান নেতারা।

জানা যায়, ভিআইপি ১৭ টি বেডসহ কোয়ারেন্টাইন হাউজের জন্য পুরো ভবনের দায়িত্ব জেলা সিভিল সার্জনের নিকট বুঝিয়ে দেন আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এছাড়া জটিল রোগীদের জন্য আলেখার চরের ফরটিজ এফসি হসপিটাল এর আইসিইউ প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়। সাথে কুমিল্লার মুন, সেন্ট্রাল মেডিকেল, সিডি প্যাথ হাসপাতালের আইসিইউও প্রয়োজনে ব্যবহার করা হবে। রোগী এবং ডাক্তারদের আইসোলেশন এর প্রয়োজন হলে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার আধুনিক মানের কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় ব্যবহারের সিদ্ধান্ত দেন। এরপরও জরুরি প্রয়োজনে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও জিমনেসিয়াম ব্যবহারের সিদ্ধান্ত হয়।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এর সভাপতিত্বে জরুরী বৈঠক কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, কুমিল্লা মেডিকেল কলেজ এর পরিচালক ডা. মজিবুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর মোঃ মোস্তফা কামাল, কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিএমএর সভাপতি ডা. বাকী আনিস, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সোহেল, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদৎ হোসেনসহ কুমিল্লা জেলা স্বাস্থ্য, প্রশাসন ও পুলিশ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ