করোনা মহামারিতে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্বে করোনা ভাইরাসের মহামারি চলছে। প্রতিদিন মারা যাচ্ছে শতশত মানুষ। এর মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে দেশটির দাবি তারা এই হামলা প্রতিহত করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে হয়েছে। তবে এই হামলায় সৌদির কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুরকি আল-মালকি।

এক বিবৃতিতে তিনি জানান, শনিবার স্থানীয় সময় রাত ১১ টা ২৩ মিনিট নাগাদ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই হামলার জন্য তিনি ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠীকে দায়ী করেছেন।

এছাড়া তিনি বলেন, রিয়াদ এবং জিজানে ওই মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আছে। রিয়াদের বাসিন্দারা জানান, তারা অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সৌদির আল-আরাবিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইউএস প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে। সূত্র : আল জাজিরা, ফাইনান্সিয়াল টাইমস।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ৩০ হাজার আটশ ৭৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এক লাখ ৪২ হাজার আটশ ৭৯ জন। জানা গেছে, বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৬৩ হাজার সাতশ ৪০ জন।

বর্তমানে আক্রান্ত অবস্থায় আছেন চার লাখ ৯০ হাজার ছয়শ ৭৮ জন। তার মধ্যে ২৫ হাজার দু'শ সাতজনের অবস্থা গুরুতর।

সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সে দেশে এক লাখ ২৩ হাজার সাতশ ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে মারা গেছেন দুই হাজার দু'শ ২৭ জন; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার দু'শ ৩১ জন। বর্তমানে দেশটিতে দুই হাজার ছয়শ ৬৬ জনের অবস্থা গুরুতর।

এদিকে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৩ জনে। সে দেমে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯২ হাজার চারশ ৭২ জন। তার মধ্যে ১২ হাজার তিনশ ৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরো তিন হাজার আটশ ৫৬ জন সঙ্কটাপন্ন অবস্থায় আছেন।

অন্যদিকে চীনে নতুন পাঁচজনের মৃত্যুর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার তিনশ জন।


সর্বশেষ সংবাদ