২৫ মার্চ ২০২০, ২২:২৮

৫০০ পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ছাত্রলীগ নেতা মাইনুলের

  © টিডিসি ফটো

করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার বর্তমানে মাদারীপুর জেলা রাজৈর উপজেলায় তার নিজ গ্রামের বাড়িতে মানুষকে সচেতন করার পাশাপাশি বিনামূল্যে ৫০০ পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন।

মাইনুল হাওলাদার জানান, আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি। সাধারণ মানুষদের করোনা নিয়ে সচেতন করছি। গ্রামের অনেক মানুষ করোনাভাইরাসের নাম জানলেও এর থেকে মুক্তি কিংবা এর ভয়াবহতা সম্পর্কে জানেনা৷

তিনি বলেন, এই মহামারি থেকে পরিত্রাণ এর জন্য যার যার ধর্ম মতে সৃষ্টিকর্তার নিকট সাহায্য প্রার্থনা এবং আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে। গ্রামের মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য আমাদের এগিয়ে আসতে হবে।