করোনা সচেতনতায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ রাব্বানীর

  © সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ডেটল সাবান এবং গ্লাভস বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানী।

আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাদের পরিবার, পথশিশু এবং নগরের খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এদিন ডাকসু জিএস গোলাম রাব্বানী ৫০০ হ্যান্ড স্যানিটাইজার, ১০০০ ফিল্টার মাস্ক, ৫০০ জীবাণুনাশক ডেটল সাবান ও ৫০০ হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।

গোলাম রাব্বানী জানান, তার এই উদ্যোগ চলমান থাকবে। উদ্ভুত পরিস্থিতিতে শহরের পথে ঘুরে ঘুরে ছিন্নমূল, রিক্সা ও সিএনজিচালক, খেটে খাওয়া দিনমজুর এমন অসহায় মানুষের পাশে থাকতে চান তিনি।

তিনি বলেন, এই সংকটকালীন সময়ে যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য কাজ করুন। নিশ্চয়ই আল্লাহর কাছে এর জন্য উত্তম প্রতিদান রয়েছে।


সর্বশেষ সংবাদ