২৪ মার্চ ২০২০, ২১:১৩

খুলনা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ

  © টিডিসি ফটো

খুলনার বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক, সাবান, লিফলেট বিতরণ করেছে ছাত্র অধিকার পরিষদ খুলনা শাখা। এসময় সংগঠনটির নেতাকর্মীরা করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষদের সচেতন করেন। এসব সচেতনতা মূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন ছাত্র অধিকার পরিষদ খুলনা শাখার আহ্বায়ক মো. আমিনুর রহমান , যুগ্ম আহ্বায়ক তামান্না ফেরদাউস শিখা, বিপ্লব, হাফিজসহ অন্যান্য সদস্য।

এ বিষয়ে আমিনুর রহমান বলেন, জাতির ক্রান্তি লগ্নে সরকারের অপেক্ষায় বসে না থেকে নিজ নিজ জায়গা থেকে সকলকে সচেতন হতে হবে। বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় রাস্তায় করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতনতা মূলক কার্যক্রম হাতে নিয়েছে এবং তাদের নিজস্ব অর্থায়নে মাস্ক, সাবান ইত্যাদি সামগ্রী বিতরণ করছে।

খুলনা ছাত্র অধিকার পরিষদের নেত্রী তামান্না ফেরদৌস শিখা বলেন, খুলনায় বেশ কিছু প্রবাসী পলাতক আছে। খুলনাবাসীর কাছে আমরা অনুরোধ করবো নিজ উদ্যোগে এদের কোয়ারেন্টাইনে পাঠাতে। আগে নিজে সচেতন হবো কারণ নিজে সচেতন না হলে আমার মাধ্যমে আমার পরিবার থেকে শুরু করে অনেক মানুষ করোনায় আক্রান্ত হতে পারে।