খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন হাইকোর্টে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজ বুধবার এ প্রতিবেদন জমা দেয়া হয়।

এর আগে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত তিন অবস্থার তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্ট। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে খালেদা জিয়া অ্যাডভান্স থেরাপির জন্য সম্মতি দিয়েছেন কিনা, সম্মতি দিলে চিকিৎসা শুরু হয়েছে কিনা এবং বর্তমান তার কী অবস্থা তা জানিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ বুধবারের মধ্যে আদালতে এ প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। সে অনুসারে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। গত রবিবার খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


সর্বশেষ সংবাদ