বিশুদ্ধ বাংলায় কোরআন-হাদিস প্রচারের দাবি বাবুনগরীর

  © ফাইল ফটো

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আমাদের পূর্বসূরীরা বাংলা ভাষা ও সাহিত্যে অনেক অবদান রেখেছেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তাছাড়া বিশুদ্ধ বাংলায় কোরআন-হাদিসের সুমহান বাণী প্রচার করতে হবে। বাংলা ভাষা চর্চার পাশাপাশি সাহিত্যও চর্চা করতে হবে। গদ্য ও পদ্যে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

বিবৃতিতে তিনি বলেন, দাওয়াতের ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশুদ্ধ ও প্রাঞ্জলভাষায় ইসলামের দাওয়াত পেশ করলে অনেকেই সহজে তা গ্রহণ করে। হযরত মুসা আলাইহিস সালামের জবান মোবারকে সামান্য অস্পষ্টতা ছিলো তাই তিনি আল্লাহ তায়া’লার কাছে আর্জি করে আপন ভাই হযরত হারুন আলাইহিস সালামকে দাওয়াতের কাজে নিজের সহযোগী বানিয়ে ছিলেন।

বাংলা ভাষা চর্চায় আমাদের আরো এগিয়ে আসতে হবে এমনটা আহ্বান করে হেফজত মহাসচিব বলেন, ভাষা আল্লাহ প্রদত্ত একটি বিশেষ নেয়ামত। ভাব প্রকাশের জন্য ভাষার উদ্ভব হয়েছে। বাংলা আমাদের মাতৃভাষা; মাতৃভাষা বাংলা চর্চা ও ভাষায় পারদর্শিতা অর্জনের মাধ্যমে ইসলামের সুমহান বাণী প্রচার করতে হবে।


সর্বশেষ সংবাদ