তাপসের আসনে মনোনয়ন চান সাঈদ খোকন

  © টিডিসি ফটো

ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পদত্যাগের কারণে শূন্য হওয়া ঢাকা ১০ আসনে উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন।

আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাঈদ খোকনের পক্ষে দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ।

আবেদনপত্র জমা হওয়ার পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কোনো মন্তব্য করতে রাজি হননি সাঈদ খোকন।

প্রসঙ্গত, এবারের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নির্বাচনে মেয়র পদে লড়াইয়ের জন্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সাঈদ খোকন দুজনেই আওয়ামী লীগের মনোনয়ন চান। শেষ পর্যন্ত ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকেই বেছে নেন আওয়ামী লীগ হাইকমান্ড। দলীয় মনোনয়ন পাওয়ার পর ঢাকা ১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার তাপস। এরপর আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।

সাঈদ খোকন ছাড়াও ঢাকা ১০ আসনে উপনির্বাচনে লড়াইয়ের জন্য দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দিয়ে দিয়েছেন সাবেক এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল, মেজর ইয়াদ আলী ফকির, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান।


সর্বশেষ সংবাদ