ভিন্নভাবে হলেও দু’দলের কাছে মূল্যবান জিয়াউর রহমান

  © টিডিসি ফটো

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের কাছে ভিন্নভাবে হলেও খুব মূল্যবান বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল লিখেছেন, ‘‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে যা খুশী অভিযোগ করে চলেছে আওয়ামী লীগ। কাল দলের বয়োবৃদ্ধ সাংসদ মতিয়া চৌধুরী বলেছেন, এ দেশে ক্যাসিনোর প্রবক্তাও নাকি ছিলেন জিয়াউর রহমান।

আমরা জানি বিএনপির রাজনীতির জন্য জিয়া অপরিহার্য। কিন্তু আসলে আওয়ামী লীগের রাজনীতির জন্যও তিনি অপরিহার্য। গত দশ বছরে আওয়ামী লগের নেতাদের কথাবার্তা শুনলে তাই মনে হয়। ভিন্নভাবে হলেও জিয়া খুব মূল্যবান দু’দলের কাছেই।’’

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ মতিয়া চৌধুরী বলেছেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে মদ, জুয়া নিষিদ্ধ করেছিলেন। আর এ দেশে ক্যাসিনোর প্রবক্তা ছিলেন জিয়াউর রহমান। তাঁর ছেলে তারেক রহমান লন্ডনে নিজের আয়ের উৎস দেখিয়েছেন ক্যাসিনো।’’


সর্বশেষ সংবাদ