এবার নির্বাচনী প্রচারণায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ

  © সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শহীদ ফজলে রাব্বী পার্কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাসির।

একপর্যায়ে সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জাহেদুল ইসলাম দুলালের সমর্থকরা উপস্থিত হন। এছাড়া তারা নৌকার স্লোগান দিতে থাকেন। এরই একপর্যায়ে নাসির এবং দুলালের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন।

এসময় তাদের মধ্যে সংঘর্ষ এবং হাতাহাতি শুরু করে দেন। তবে কিছুক্ষণ পর সেখান থেকে আতিক এবং তার সমর্থকরা মিছিল নিয়ে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।


সর্বশেষ সংবাদ