আহত সেই দুই সাংবাদিকের বাসায় বিএনপির ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) প্রচারণার খবর সংগ্রহ করতে গিয়ে আহত সাংবাদিকের খোঁজ নিয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। তার প্রচারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেখা আওয়ামীলীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে বেসরকারি সময় টেলিভিশনের ক্যামেরাপারসন আশরাফুল ইসলামকে রাজধানীর মগবাজারের বাসায় দেখতে যান ইশরাক। এসময় ওই সাংবাদিকের খোঁজ নেন তিনি। এছাড়া তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়ে দ্রুত আরোগ্য কামনা করেন।

ইশরাক বলেন, ‘আমরা আজ বিএনপির পক্ষ থেকে আহত সাংবাদিককে সান্ত্বনা জানাতে এসেছি। সময় টিভির ক্যামেরাপারসন আশরাফুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলাম। আহত আরেক সাংবাদিক নয়া দিগন্তের তৌহিদকেও আমরা দেখেছি। তিনিও গুরুতর আহত হয়েছেন। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

গত ২৬ জানুয়ারি রাজধানীর গোপীবাগে গণসংযোগ চালানোর সময় ইশরাক হোসেনের সমর্থকদের ওপর হামলা হয়। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে তিন সাংবাদিকসহ দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। ইশরাক হোসেন হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।


সর্বশেষ সংবাদ