ইভিএমের মাধ্যমে জনগণের রায় সামনে আসবে না: ফখরুল

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএনপি নেতাদের
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএনপি নেতাদের  © সংগৃহীত

ইভিএমে নির্বাচন মানে হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার আরেকটা অপকৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ইভিএমের মাধ্যমে জনগণের রায় কখনও সামনে আসবে না। এর ব্যবহার হচ্ছে একটা ত্রুটিপূর্ণ ব্যবস্থা। বিশ্বের কোনও দেশই এই ব্যবস্থাকে ত্রুটিহীন সিস্টেম বলেনি।’

রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংকুচিত করে ফেলছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তারা রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। একইভাবে গত জাতীয় নির্বাচন ৩০ তারিখের পরিবর্তে ২৯ তারিখে করে নিয়েছে। আজকে সিটি করপোরেশন নির্বাচনেও একটি দলের প্রার্থীরাই প্রাধান্য পাচ্ছে। অযোগ্য নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নিতে সক্ষম নয়। কারণ, তাদের সেই যোগ্যতা নেই।’

জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন এবং মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন।’

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য যে যখন আমরা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছি, তখন তার যোগ্য উত্তরসূরি ও সহধর্মিণী খালেদা জিয়াকে আওয়ামী শাসক গোষ্ঠী অন্যায়ভাবে আটকে রেখেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে। হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে, গ্রেফতার করেছে, খুন ও গুম করেছে। দেশকে অগণতান্ত্রিক স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান মিয়া, মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড্যাবের সভাপতি হারুন আল রশিদ, এমট্যাবের সাধারণ সম্পাদক বিপ্লবুজ্জামান বিপ্লবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ