আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ  © সংগৃহীত

আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জে। বিজয় র‍্যালিকে কেন্দ্র করে রোববার (৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছেন। এ সময় দোকানপাট ভাঙচুর ও বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাই কোর্টের আদেশে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন বৈধ ঘোষণার খবরে চক শিয়ালকোল এলজিইডি মোড়ে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরপর আওয়ামী লীগের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম চার্লি, বিএনপিকর্মী শফিকুল ইসলাম, রেজাউল কামরুল পান্নাসহ অন্তত ৭০ আহত হন। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫-২০টি দোকানপাট ভাঙচুরসহ বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর-ই আলম বলেন, চক শিয়ালকোল এলাকায় বিএনপির মিছিলে অতর্কিত হামলা চালিয়ে বিএনপির ৭/৮ জন নেতাকর্মীকে আহত করেছে। এ সময় ইউনিয়ন বিএনপি নেতা জিব্রাইলের বাড়িঘরও ভাংচুর করা হয়।

শহর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে সিরাজগঞ্জ-২(সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার নেতৃত্বে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করার সময় বিএনপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে দলের কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ