রাজধানীতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

  © টিডিসি ফটো

বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তিতুমীর কলেজ ছাত্রদল।

বৃস্পতিবার (০৫ ডিসেম্বর) খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তিতুমীর কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহাগ মোল্লা বিষয়টি জানিয়েছেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি গাজী তৌহিদুর রহমান সুমন, ফাইজুল ভূইয়া, নুরে আলম সোহেল, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান এমদাদ, জিল্লুর রশিদ অনিক, ইমাম হোসেন,ইমরান তরিকুল ইসলাম অভি , মিরাজ আল ওয়াসী, সহ সাধারন সম্পাদক রনি হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ হাওলাদার,দপ্তর সম্পাদক সোহাগ মোল্লা , সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আলী, ক্রীড়া সম্পাদক হুমায়ন কবির, ধর্ম সম্পাদক সোহাগ শিকদার, সহ সম্পাদক মাসুদ রানা আরিয়ান,কামরুল হাসান,শামীম আশরাফ,আব্দুর রহমান আরিফ, সদস্য আল আমিন খান, ছাত্রনেতা হাবিব, মোশারর, ইলমাজ, তানবীর সহ তিতুমীর কলেজ ছাত্রদলের অর্ধ শতাধিক নেতাকর্মী।

সংগঠনটির কলেজ শাখার দপ্তর সম্পাদক সোহাগ মোল্লা বলেন, খালেদা জিয়ার মুক্তি না দিলে আমাদের এ আন্দোলন সংগ্রাম চলবে। তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির জোর দাবি করছি। অন্যথায় রাজপথ হবে আমাদের ঠিকানা।


সর্বশেষ সংবাদ