‘শিবিরকে সাহসী ভূমিকায় চান মির্জা ফখরুল’

  © সংগৃহীত

‘দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরকে সাহসী ভূমিকা চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’—এমন দাবি করে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে শিবিরের কেন্দ্রীয় প্রচার বিভাগ।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাহাদাত হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করে সংগঠনটি।

এ সময় সংবাদ বিজ্ঞপ্তির সাথে পাঠানো ছবিতে দেখা গেছে, মির্জা ফখরুল ঘরোয়া পোশাক পরে শিবির নেতাদের কাছ থেকে উপহার হিসেবে ক্যালেন্ডার গ্রহণ করছেন।

ছাত্রশিবিরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনটির সভাপতি ড. মোবারক হোসাইন, সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলামসহ সংগঠনের কয়েকজন নেতা।

পড়ুন: মাকে খাওয়াতে আবরারের বাড়িতে বুয়েট শিক্ষার্থীরা

এতে জানানো হয়, ‘সাক্ষাৎকালে ছাত্রশিবিরের ২০২০ সালের প্রকাশনা সামগ্রী মির্জা ফখরুলকে উপহার হিসেবে দেওয়া হয়। তিনি এসব প্রকাশনা সামগ্রীর ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্রশিবিরকে অভিনন্দন জানান।’

বলা হয়, ‘বিএনপি মহাসচিব বলেছেন, বর্তমান সরকারের অপশাসন ছাত্রসমাজ নিজেদের জীবন দিয়ে প্রতিরোধ করছে। ইসলাম, দেশ, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজ ও যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি বিশ্বাস করি, তাদের হাত ধরেই জাতি ফ্যাসিবাদী অপশাসন থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। তিনি ছাত্রশিবিরকে এক্ষেত্রে সাহসী ভূমিকা অব্যাহত রাখার জন্য উৎসাহ দেন।’

পড়ুন: মাত্র ৯ বছর বয়সেই স্নাতক ডিগ্রি!

শিবিরের প্রেস রিলিজপ্রেস রিলিজে জানানো হয়, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ ও জাতি ইতিহাসের ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিবাদীরা জানে, ছাত্রসমাজ ও যুবসমাজ ঘুরে দাঁড়ালে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই নানা কায়দায় তারা ছাত্রসমাজের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে।’

বিবৃতিতে জানানো হয়, ‘শিবির নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা ও দ্রুত মুক্তির জন্য দোয়া করেন।’ নেতারা বলেন, ‘দেশের এই সংকটকালে খালেদা জিয়াকে বড় বেশি প্রয়োজন।’

আরো পড়ুন:

আমি নিজেই মায়ের বিয়ে দিয়েছি: নুহাশ

তেলচিত্রে শাখারি বাজার, বর্ষসেরা ঢাবি ছাত্রের ছবি

মসজিদের পরিবর্তে বিকল্প জমির প্রশ্নই ওঠে না: আরশাদ মাদানী


সর্বশেষ সংবাদ