ছাত্রলীগ নেতা হত্যা মামলায় আ.লীগ নেতার জামিন বাতিল

  © সংগৃহীত

ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা দিদারুল আলম ওরফে মাসুমের জামিন বাতিল করেছেন উচ্চ আদালত। চার সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমপর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান।

সোমবার (২৮ অক্টোবর) এই আদেশটি চট্টগ্রাম আদালতে এসে পৌঁছায়। ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় তার বাদী মেঘনাথ বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন। উপ-কমিশনার মো. কামরুজ্জামান বলেন, আসামি দিদারুল আলমের জামিন বাতিলে উচ্চ আদালতের আদেশের কপি এসে পৌঁছেছে।

গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান দিদারুল। এরআগে গত ৪ আগস্ট ঢাকার বনানী থেকে দিদারুলকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। গ্রেপ্তারের পর হাকিম আদালতে তাঁর জামিনের আবেদন করা হয়। সেখানে নাকচ হওয়ার পর মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী ২৯ আগস্ট। সেখানে নাকচ হওয়ায় পর তাঁরা উচ্চ আদালতে যান।

নগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে খুনের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী ‘বড় ভাই’ হিসেবে দিদারুলের নাম উঠে আসে ছাত্রলীগ কর্মী মিজানুর রহমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। ১২ জুলাই চট্টগ্রাম মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে এই জবানবন্দি দেন তিনি। ২০১৭ সালের ৬ অক্টোবর নগরের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে সুদীপ্তকে পিটিয়ে হত্যা করা হয়।

নগরের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, তিনি কাউকে হুমকি দেননি। ষড়যন্ত্র করে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। আদালত যেহেতু জামিন বাতিল করেছেন তিনি আত্মসমর্পণ করতে যাবেন।


সর্বশেষ সংবাদ