যারা পদত্যাগ চাইছেন তারা অলীক জগতে বাস করছেন: মেনন

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি—নিজের দেওয়া এমন বক্তব্যে অনড় রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার মতে, এমন মন্তব্যে পার্লামেন্ট বা নির্বাচনকে অবৈধ করা হয় না। ফলে তিনি পদত্যাগও করছেন না। শনিবার (১৯ অক্টোবর) এক প্রতিক্রিয়ায় মেনন এসব কথা বলেন।

এর আগে এদিন দুপুরে বরিশালে দলীয় সম্মেলনে এই সংসদ সদস্য বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটভুক্ত দলের নেতা মেননের এই ব্ক্তব্যের প্রতিক্রিয়ায় জোটের অনেকে বলেছেন, মেননের উচিত পদত্যাগ করা। এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে মেনন বলেন, ‘আমি যা বলেছি বুঝে বলেছি। আমি আমার পার্লামেন্টের বক্তৃতায়ও এ কথা বলেছি। এই সংসদ নিয়ে মানুষের প্রশ্ন আছে, জনগণের প্রশ্ন আছে। কিন্তু তার অর্থ এটা পার্লামেন্টকে অবৈধ করা নয়, নির্বাচনকে অবৈধ করা নয়। এ কথা আমার পার্লামেন্টের বক্তৃতায়ও আছে। আজ থেকে আরও এক বছর আগে বলেছি। এখন কারো পছন্দ না হলে তো আমার কিছু করার নাই।’

তিনি বলেন, ‘যারা আমার রিজাইন চাইছেন তারা অলীক জগতে বাস করছেন। এটা রিজাইনের বিষয় নয়, রাজনীতির বিষয়। এটা তো পলিটিক্যাল ফাইটের কথা, পলিটিক্যাল এরিনার কথা।’


সর্বশেষ সংবাদ