ছাত্রলীগ নেতার টাকা ফেরত দেয়ার খবরটি ভূয়া

প্রকল্প শেষ হওয়ার পর কাজের ৪ কোটি টাকা ফেরত দেয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা প্রকল্পের সাব কন্টাক্টর আবু তৈয়ব। একইভাবে গণপূর্ত বিভাগও জানিয়েছে খবরটি ভূয়া। গণপূর্ত বিভাগ জানিয়েছে কোনো প্রকল্পের পুরো টাকা ঠিকাদারকে দেয়া হয়না, ফলে তা ফেরত দেয়ারও প্রশ্ন নেই।

গণমাধ্যমকে আবু তৈয়ব জানিয়েছেন, আমাকে নিয়ে কেন এসব হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি তো ওই প্রকল্পের ঠিকাদারই না। সাব কন্টাক্টর হিসেবে কিছু কাজ নিয়েছি। আমি কিভাবে পুরো প্রকল্পের টাকা ফেরত দেব? তিনি বলেন, আমি কখনও বলিনি টাকা ফেরত দিয়েছি।

চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান বলেন, এধরনের কোনো ঘটনা ঘটেনি। আর ঘটার সুযোগও নেই। কারণ ঠিকাদারকে সব টাকা দেয়া হয় না। প্রকল্প বাস্তবায়নে যে পরিমাণ ব্যয় হয়েছে অর্থ  মন্ত্রণালয় কেবল সে পরিমাণ অর্থ ছাড় দিয়েছে। যেখানে অতিরিক্ত অর্থ ছাড়ই হয়নি সেখানে ফেরত দেয় কিভাবে?


সর্বশেষ সংবাদ