তোমরা যারা ছাত্রলীগ করো

প্রধানমন্ত্রীর সঙ্গে লেখক ওমর শরীফ
প্রধানমন্ত্রীর সঙ্গে লেখক ওমর শরীফ

বুয়েট ছাত্র ফাহাদ আবরার হত্যা নিয়ে ছাত্রলীগের সমালোচনা করে ক্ষোভ ঝড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বিষয়টি নিয়ে নিজের ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ। ‘তোমরা যারা ছাত্রলীগ করো’ শিরোনামে লেখা স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘‘তারা কি একবারও চিন্তা করে দেখেছো, যে তোমাদের উপর কতগুলো বিষয় নির্ভর করে। তোমরা অনেকগুলো বিষয়ের প্রতিনিধিত্ব করো ....

১। তোমাদের উপর এই ছাত্রলীগের সম্মান নির্ভর করে। কারন তোমরা যদি কোন ভুল করো তাহলে যেই দলটাকে ভালোবেসে রাজনীতি শুরু করেছো, সে দলটার বদনাম হচ্ছে আজ তোমাদের জন্যে। ছাত্রলীগকে নিয়ে সবাই কথা বলে, খারাপ মনে করে , টকশোতে দলটাকে নিয়ে কথা বলার সাহস করে ।

২। তোমাদের উপর শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান নির্ভর করে, এই যেমন ধরো বুয়েটের যে ঘটনা ঘটেছে তার জন্যে আজ দেশ-বিদেশের লোকজন বুয়েটকে নিয়ে আলোচনা সমালোচনা করার সাহস পেয়েছে; যে বুয়েটকে সম্মানের সাথে দেখত তারাও নেগেটিভ কথা বলছে বা তোমাদের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা) কথা, সেখানকার শিক্ষকদের কথা, আজ তাদেরকে নিয়েও কথা বলছে ।

৩। তোমার উপর জেলা সম্মান নির্ভর করে , যেমন তোমরা যারা আজ অপরাধী তারা কে কোন জেলার সেই জেলার অন্য লোকজন দেখলেই বলবে ওই জেলার লোকজন খারাপ, তাহলে তোমার কারনে তোমার পুরো জেলাটার লোকজনকে খারাপ ভাবা শুরু করে । তোমরা কি একবারও চিন্তা করেছো ....

৪। তোমাকে যে ব্যক্তি এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে নিজে না খেয়ে তোমাকে খাইয়ে টাকা পয়সা দিয়ে শিক্ষিত করার জন্যে ভালো কিছু করার আশা নিয়ে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এত কিছু করলো সেই বাবা মা অভিভাবকের কথা। তারা কিভাবে তোমাদের জন্যে গ্রাম-গঞ্জে কি করে মুখ দেখাবে, হাট বাজারে যাবে। গেলেই তো অন্য লোকজন বলবে, আপনার ছেলে খারাপ তাহলে কি তারা তোমাদের কে টাকা পয়সা কষ্ট করে দিয়ে ভুল করছে অপরাধ করেছে। তোমার জন্যে তোমার পুরো পরিবারটাকে সমাজের চোখে অপরাধী হয়ে থাকতে হবে সারা জীবনের জন্যে।

৫। তোমাদের কারনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়মুলক কর্মকান্ডের যাতে ক্ষতি না হয় সে দিকেও লক্ষ্য রাখা উচিত।

এই বিষয় গুলো মাথায় রেখে ছাত্রলীগ করলে কেউ কোন অপরাধমূলক কর্মকান্ডে জড়াতে পারবে না ।’’

[ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের ফেসবুক থেকে]


সর্বশেষ সংবাদ