ছাত্রদলের সভাপতি কে এই খোকন?

দীর্ঘ প্রায় ২৮ বছর পর কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্রদলের নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে।এতে ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮। নতুন সভাপতি পাওয়ার পর খোকনের পুরো পরিচয় জানতে উদগ্রীব হয়ে পড়েছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ফজলুর রহমান খোকনের বাড়ি বগুড়া জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। ছাত্রদলের গত কমিটিতে গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক দায়িত্বে ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ান ইলেভেন থেকে সক্রিয় এ নেতার বিরুদ্ধে ২০টির অধিক রাজনৈতিক মামলা রয়েছে। আন্দোলনে সক্রিয় থাকার জন্য সরকারদলীয় নেতাকর্মীদের কাছে নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।


সর্বশেষ সংবাদ