জাবি ভিসির অপসারণ দাবিতে রাব্বানীর এলাকায় বিক্ষোভ

  © টিডিসি ফটো

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে। এ কারণে গোলাম রাব্বানীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ তোলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভিসির অপসারণ দাবিতে বিক্ষোভ করেন রাজৈর উপজেলার লোকজন।

বুধবার বিকাল ৬টার দিকে বিশাল একটি বিক্ষোভ মিছিল টেকেরহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে মাদারীপুরের রাজৈর উপজেলার ছাত্রলীগের নেতা-কর্মীরাও অংশনেন। মিছিল শেষে বাসস্ট্যান্ড গোলচত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের পার্সেন্টেজ দাবির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে অব্যাহতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এ পার্সেন্টেজ দাবির অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ দাবিতে রাব্বানীর এলাকার লোকজন বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।

বিক্ষোভ

রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ আকন, যুবলীগ নেতা ছালাম খোন্দকার, যুবলীগ নেতা আনোয়ার কাজী, পৌর ছাত্রলীগের সভাপতি এমরান আকন, সাধারণ সম্পাদক সাকিব চৌধুরী, রাজৈর সরকারি কলেজ শাখার সভাপতি জামিল মাতুব্বর, সাধারণ সম্পাদক জাহিদ মোল্লা, সুমন শেখ, উজ্জল মোল্লা প্রমুখ।


সর্বশেষ সংবাদ