রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিল আ.লীগ

  © টিডিসি ফটো

রংপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজু। সোমবার বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন রেজাউল করিম রাজু।

এদিকে রংপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজুর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের খবরে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকেলে রংপুর শহরের ডিসি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রলীগ।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ৫ই অক্টোবর। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন জানিয়েছেন, আগামীকাল প্রতীক বরাদ্দের পর নিয়ম অনুযায়ী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।


সর্বশেষ সংবাদ