সাংবাদিক নির্যাতন মামলায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

মো. রাকিব হাসান
মো. রাকিব হাসান  © সংগৃহীত

জামালপুরে সাংবাদিক মোস্তফা মনজুকে নির্যাতনের ঘটনায় এক নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালালের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতার নাম মো. রাকিব হাসান। তিনি জামালপুর জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক। রাকিব সাংবাদিক মোস্তফা মনজুকে নির্যাতন মামলার অন্যতম আসামি। রাকিবের বাবার নাম হাসানুজ্জামান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাকিবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মঙ্গলবার এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী রাকিবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজুকে নির্যাতন ঘটনায় করা মামলায় নয়জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি জামালপুর পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান ওরফে রুনুসহ আটজন কারাগারে আছেন। ওই মামলার ৫ নম্বর আসামি ছাত্রলীগ নেতা মো. রাকিব হাসান। মামলার পর থেকে রাকিব পলাতক রয়েছেন।


সর্বশেষ সংবাদ