নির্বাচনী হলফনামা

মাশরাফির বার্ষিক আয় প্রায় ২ কোটি টাকা

মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা  © সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বছরে আয় করেন মোট ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭শ টাকা।

নড়াইলের রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া মাশরাফির নির্বাচনী হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

হলফনামার তথ্য অনুযায়ী, মাশরাফির মোট বার্ষিক আয়ের মধ্যে কৃষি খাত থেকে ৫লক্ষ ২০হাজার টাকা, ব্যবসা থেকে ৭ লক্ষ ২০ হাজার টাকা, চাকুরী থেকে ৩১ লাখ ৭৪ হাজার টাকা এবং অন্যান্য খাত থেকে ১ কোটি ৫৫ লক্ষ ৪ হাজার ৭শ টাকা আয় করেন। 

তবে তাঁর স্ত্রীর নামে কোনো অস্থাবর ও স্থাবর সম্পদ নেই। । স্থাবর সম্পদের মধ্যে মাশরাফির ঢাকার মিরপুরে দু’টি বাড়ি রয়েছে। একটি ৬ তলা, অপরটি একতলা। এছাড়া মিরপুরে ২ হাজার ৮০০ বর্গফুটের একটি ফ্লাট ও পূর্বাচলে একটি প্লট আছে। আছে তিন একর ৬১ শতাংশ জমি।

অস্থাবর সম্পদের মধ্যে গচ্ছিত আছে ৫০ তোলা স্বর্ণ, ব্যাংকে গচ্ছিত আছে ৬ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ৫১ টাকা এবং নগদ আছে ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া আছে ১টি কার, ২টি মাইক্রোবাস ও ১টি জিপগাড়ি। আসবাবপত্র আছে ১৮ লাখ ৫০ হাজার টাকার। ইলেক্ট্র্রনিক্স সামগ্রী আছে ১৫ লাখ ৫০ হাজার টাকার এবং অন্যান্য অস্থাবর সম্পদ ১২ লাখ টাকার।


সর্বশেষ সংবাদ